ক্যাটাগরি

কুষ্টিয়ায় গোসল করতে গিয়ে নদীতে খালা-ভাগনির মৃত্যু

সোমবার বেলা ৩টার দিকে তারা ডুবে যান বলে কুমারখালী ফায়ার সার্ভিসের গুদাম
পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তারা হলেন উপজেলার সদকী ইউনিয়নের মুলগ্রামের গাফফার মোল্লার মেয়ে চামেলি
খাতুন (৩০) ও তার ভাগনি মিম খাতুন (১৩)।

স্থানীয়রা জানান, মিম ও চামেলি বাড়ির কাছে গড়াই নদীতে গোসল করতে যায়। হঠাৎ
মিমকে ডুবে যেতে দেখে চামেলি তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা দুইজনই তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার
চেষ্টায় তাদের লাশ উদ্ধার করে বলে জানান পরিদর্শক বখতিয়ার উদ্দিন।