নিহত যুথী
পাল রূপসা সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। উপজেলার পিঠাভোগ গ্রামের
বিশ্বজিৎ পালের মেয়ে তিনি।
উপজেলার
আলাইপুর সেতুতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যুথী দুর্ঘটনায় পড়েন বলে রূপসা থানার ওসি
মোশারেফ হোসেন জানান।
ওসি স্থানীয়দের
বরাতে বলেন, সকালে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন যুথী। পথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী
ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান যুথী। স্থানীয়রা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
দুর্ঘটনার
পর স্থানীয়রা ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) আটক করে পুলিশে দেয় বলে তিনি জানান।