ক্যাটাগরি

খেজুর ঘোষণা দিয়ে আনা হয় ৫৫ লাখ শলাকা সিগারেট

মাস চারেক আগে চট্টগ্রামের
জুবিলি রোডের সূচনা ইন্টারন্যাশনাল চালানটি আনলেও তা খালাসের জন্য বিল অব এট্রি দাখিল
করেনি। সন্দেহ হওয়ায় চট্টগ্রামের ইস্পাহানি সামিট এলায়েন্স ডিপোতে থাকা ওই কন্টেইনার
রোববার শতভাগ কায়িক পরীক্ষা করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার চট্টগ্রাম
কাস্টমসের এআইআর (অডিট ইনভেস্টিগেশন ও রিসার্চ) শাখার উপ-কমিশনার শরফুদ্দিন ভুঞা বলেন,
কন্টেইনারের ভেতর থাকা দুই হাজার ৭৭২টি কার্টন কেটে পরীক্ষা করে ১৯৮৩টি কার্টনের ভেতরে
খেজুরের নিচে সুকৌশলে রাখা বিদেশি মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। বাকি ৭৮৯ কার্টনে
শুধু খেজুর পাওয়া যায়।

“কার্টনগুলোতে ৫৫
লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ টাকা।
এর মধ্য দিয়ে সূচনা ইন্টারন্যাশনাল সাত কোটি ১১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।
চালানটিতে খেজুর পাওয়া ১১ হাজার ৮৫৬ কেজি “

এ ঘটনায় কাস্টমস
আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।