ভারতের পশ্চিমের গুজরাট রাজ্য পুলিশ সোমবার তাদের গ্রেপ্তার করে।
গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াডের মহা পরিদর্শক অমিত বিশ্বকর্মা বলেন, ‘‘আমরা একটি নৌকা থেকে পাকিস্তানের নয় নাগরিককে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ৫৬ প্যাকেট হেরোইন জব্দ করা হয়েছে। প্রতিটি প্যাকেট এক কেজি করে হেরোইন আছে।”
“নৌকাটি পাকিস্তান থেকে ভারতের জলসীমায় প্রবেশ করে।”
ভারতের অভিযোগ, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারীদেরকে চোরাচালানের জন্য ভারত-পাকিস্তান সীমান্ত ব্যবহারে উৎসাহ দিয়ে আসছে।
তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।