সোমবার রাজধানীর আগারগাঁওয়ে
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি সই
হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে
নির্মাণাধীন জাপানি অর্থনৈতিক অঞ্চলের পর দ্বিতীয় কোনো দেশ হিসেবে বাংলাদেশে অর্থনৈতিক
অঞ্চল প্রতিষ্ঠা করছে ভারত।
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোর
নকশা ও তত্ত্বাবধান সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টকে ২৬
কোটি ৬৬ লাখ টাকায় নিয়োগ দেওয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
চুক্তি সই অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, ঢাকায় ভারতীয়
হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
‘মিরসরাইয়ে
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন
প্রকল্প’ এর প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান এবং ভারতের মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের
জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শ্রীনিভাসান চুক্তিতে সই করেন।
এর আগে গত ১ এপ্রিল ভারতের
মুম্বাইয়ে ভারতের আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডকে এ অর্থনৈতিক অঞ্চলের
অবকাঠামো উন্নয়ন সহযোগী হিসেবে বেছে নিয়ে চুক্তি করেছে বেজা।
চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজী
উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর নির্মাণের কাজ চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নামে
নির্মাণাধীন দেশের বৃহ্ত্তম এ অর্থনৈতিক অঞ্চল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০ কিলোমিটার
এবং চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন:
বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে আদানি পোর্টস
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরুর পরিকল্পনা