শনিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লা বিনালে দি ভেনেযিয়া’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাষ্ট্রদূত শামীম আহসান।
প্রদর্শনীতে বিশ্বের ৮০টি দেশের চিত্রশিল্পী অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস, জামালউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল, হারুন আর রশিদ, সুমন ওয়াহিদ প্রমিতি হাসানের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
এছাড়া ইতালিয়ান চিত্রশিল্পী মার্কো কাসারা, ফ্রাংকো মারোক্কো এবং জুসেপ্পে দিয়াগোর কিছু চিত্র বাংলাদেশ প্যাভিলিয়নে স্থান পেয়েছে।
আগামী ছয়মাসব্যাপী চলমান এ চিত্র প্রদর্শনীকে চিত্রকলা বিষয়ে বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এখানে বিশ্বের নানা প্রান্তের চিত্রশিল্পীরা তাদের চিত্রকর্ম প্রদর্শন করে থাকেন।
বাংলাদেশ প্যাভিলিয়নের কিউরেটর ভিভিয়ানা ভানুচি বলেন, “বাংলাদেশি চিত্রশিল্পীরা তাদের চিত্রের মাধ্যমে ইতালিয়ান শিল্প বোদ্ধাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সফরকারী বাংলাদেশ দলের প্রতিনিধির সমন্বয়ক সাবিহা পারভিন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ প্যাভিলিয়নের কমিশনার লিয়াকত আলী লাকি, মিলানের কনসাল এম জে এইচ জাবেদ ও চিত্র সমালোচক অধ্যাপক মইনুদ্দিন খালিদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |