ক্যাটাগরি

মিরাজের আঙুলে চিড়, শঙ্কায় চট্টগ্রাম টেস্টে খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট চট্টগ্রামে আগামী ১৫ মে থেকে। দুই সপ্তাহ পরও তাই সময় কিছুটা থাকবে বাকি। তবে মিরাজের চোটের যা অবস্থা, প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা সামান্যই।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, এখনই তারা চূড়ান্ত কিছু বলতে চান না মিরাজকে নিয়ে।

“মিরাজের ডান হাতে কনিষ্ঠার হাড় নড়ে গেছে, চিড়ও ধরেছে। নড়ে যাওয়া হাড় আমরা ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। চিড়টাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাভালশ ফ্র্যাকচার, লিগামেন্টের সংযুক্ত কিছু হাড় উঠে এসেছে। আপাতত আমরা ওকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এই সময়টায় চাইলে শুধু পায়ের এক্সারসাইজ করতে পারবে। দুই সপ্তাহ পর আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে দেখব আমরা।”

“প্রথম টেস্ট খেলতে পারবে নাকি পারবে না, শঙ্কা-সম্ভাবনা, এসব তো মেডিকেলের ভাষায় আমরা বলতে পারি না। সময় হলেই দেখা যাবে। দুই সপ্তাহ পরই কেবল বলতে পারব আমরা।”

মিরাজের নিজের কণ্ঠে অবশ্য অনিশ্চয়তার সুর। প্রথম টেস্ট খেলার আশা তিনি ছেড়ে দিয়েছেন বলেই মনে হলো।

“আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। খারাপ লাগছে খুব। প্রথম টেস্ট খেলতে পারব কিনা কে জানে। সম্ভাবনা কমই মনে হচ্ছে। বলটা হাতে লাগার সময়ই বুঝেছিলাম, খুব বাজে কিছু হচ্ছে। বেকায়দায় পড়েছিল, প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এখন আবার অপেক্ষা শুরু, কখন ঠিক হয়।”

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার সময় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে এই চোটে পড়েন মিরাজ।

মিরাজ শেষ পর্যন্ত খেলতে না পারলে বাংলাদেশের জন্য তা হবে বড় এক ধাক্কা। চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আরেক পেসার শরিফুল ইসলামকে পাওয়া নিয়েও শঙ্কা আছে তার অসুস্থতার কারণে। তবে মিরাজ না খেললে তা হবে বাংলাদেশের সম্ভাবনায় সবচেয়ে বড় আঘাত। বল হাতে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন মিরাজ। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে ক্রমেই হয়ে উঠছেন নির্ভরযোগ্য, অবদান রাখছেন নিয়মিতই।