রোববার রাতে উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান।

ফাইল ছবি
গ্রেপ্তাররা হলেন-ওই ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের ছাত্তার মল্লিকের ছেলে সালমান শাহ (২৭) ও বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)।
ওসি বলেন, কয়েকজন সন্ত্রসী বাঘারচর এলাকায় অবস্থান করছে গোপন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো সময় সালমান ও কাজলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি একনালা বন্দুক, একটি রিভালবার, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি কার্তুজ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পাংশা মডেল থানাসহ বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতি ও বিস্ফোরণসহ ১২টি মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে অস্ত্রআইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।