চেলসি কোচ টমাস টুখেল জানান, রুডিগারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে না। মৌসুম শেষে নতুন দলে যোগ দেবেন এই ডিফেন্ডার। এরপর সোমবার ইএসপিএন জানায়, রুডিগারের সেই নতুন দলটি হচ্ছে রিয়াল।
এক সোর্সের বরাত দিয়ে তাদের দাবি, লা লিগার সফলতম দলটির সঙ্গে প্রাথমিক চুক্তি সেরে ফেলেছেন রুডিগার। ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেবেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, চুক্তির মেয়াদ হবে চার বছর।
ইএসপিএন জানায়, রুডিগারের রিয়ালে যোগ দেওয়ার ইচ্ছার কারণেই দুই পক্ষের সমঝোতা খুব দ্রুতই হয়ে গেছে। একই সঙ্গে যে পারিশ্রমিক দাবি করেছিলেন, সেটাও বেশ কমিয়েছেন তিনি।
রোমা থেকে ২০১৭ সালের জুলাইয়ে চেলসিতে পাড়ি দেন রুডিগার। প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের ৩০ জুন।