ক্যাটাগরি

‘লিভারপুলের সেরা ফিনিশার ওরিগি’

অ্যানফিল্ডে গত রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ৬০তম মিনিটে বদলি হিসেবে নেমে প্রথম গোলে অবদান রাখার পর শেষের দিকে দলের দ্বিতীয় গোলটি করেন ওরিগি।

এই গোলের মধ্য দিয়ে এভারটনের বিপক্ষে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় বার জালের দেখা পেলেন ওরিগি।

প্রিমিয়ার লিগে বদলি হিসেবে নেমে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার (১১ গোল)৷ পেছনে ফেলেছেন ড্যানিয়েল স্টুরিজকে (১০ গোল)।

এভারটন ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ওরিগিকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ।

“(ওরিগি) বিশ্বমানের স্ট্রাইকার। নিঃসন্দেহে সে আমাদের সেরা ফিনিশার, যা সে সবসময়ই ছিল, ক্লাবের সবাই একই কথা বলবে।”

“অনুশীলনে সে এগুলো করে এবং এরপরও সে শুরুর একাদশে জায়গা পায় না, দলে উঁচু মাপের খেলোয়াড় থাকায়। এটা আসলেই হতাশাজনক।”

ক্লপের চোখে ওরিগির স্থান কিংবদন্তিদের কাতারে।

“যদি সে চলে যায়, তাহলে তার মতো আমরা কাউকে এতটা মিস করব না। কারণ সে যেখানে যাবে সেখানেই ঝড় তুলবে। সে একজন কিংবদন্তি এবং সবসময়ই কিংবদন্তি হয়ে থাকবে।”