সোমবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান, বৃহস্পতিবারই ঢাকা রওনা হচ্ছেন জয়শঙ্কর।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
সফরের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
এক প্রশ্নে শ্রিংলা বলেন, “পররাষ্ট্রমন্ত্রী
জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় একদিনের সফরে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের
জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি নিয়ে যাবেন তিনি।”
বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ‘মৈত্রী
দিবস’ উদযাপনের লোগো ও ব্যাকড্রপ প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র সচিব শ্রিংলা।
২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনাকে ভারত
সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে সেই সফরের আমন্ত্রণ জানাতে
জয়শঙ্করের সফর বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের
পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর।
বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের
প্রশ্নে মোমেন বলেন, “এখনও আমরা আলোচনার সবকিছু
ঠিক করিনি। তবে, আমাদের সেই সুন্দর সম্পর্ক সেটাকে ঝালাই করা সম্ভব হবে বলে মনে করা
হচ্ছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুনের শেষে
বা জুলাইয়ের শুরুতে শেখ হাসিনার ভারত সফর হতে পারে। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের
মার্চে বাংলাদেশ সফর করেন নরেন্দ্র মোদী। এরপর একই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন।