ক্যাটাগরি

এবারের ঈদ অন্যরকম

এবারের ঈদ খুশির ঈদ

এবারের ঈদ মজার ঈদ

এবারের ঈদ অনেক অনেক দিন পর
অন্যরকম ঈদ,

এবারের ঈদে দুষ্টু করোনাভাইরাসের
নেই হানা

তাই, এবারের ঈদে বন্ধুদের
কাছে আসতে নেই মানা,

এবারের ঈদে সন্ধ্যাবেলা ছাদে
গিয়ে ঈদের চাঁদ দেখবো

সবাই মিলে হাতে মেহেদি দেবো।

এবারের ঈদে সবার সঙ্গে কোলাকুলি
করবো

বড়দের কাছ থেকে সালামির উপহার
নেবো।

এবারের ঈদে সবার বাসায় বেড়াতে
যাবো

মামমা আর নানের হাতের মজার
মজার রান্না খাবো।

এবারের ঈদে ঘুরে বেড়াতে নেই
মানা

এবারের ঈদে মাস্ককে বলবো টা
টা।

এবারের ঈদ আল্লাহ তাআলার রহমতের
ঈদ

এবারের ঈদ অনেক অনেক দিন পর
অন্যরকম ঈদ।

লেখক পরিচিতি: বয়স ৫

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের
লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা
kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!