উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে মঙ্গলবার
সকালে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।
নিহত পিনিসা আক্তার (৫০) কাশিপুর গ্রামের
ইউসুফ মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ১৫ বছর ধরে তিনি বাবার বাড়িতেই থাকতেন।
আহত দুজন হলেন- পিনিসার ভাই রেহট মিয়া ও তার স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি কাজী শাহনেওয়াজ
জানান, পিনিসার এক খণ্ড জমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়া ও সালেক মিয়ার সঙ্গে বিরোধ চলছিল।
“বিরোধপূর্ণ জমি নিয়ে সকাল সোয়া ৬টায়
কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষের সূত্রপাত হয়। এ সময় বল্লমের আঘাতে
গুরুতর আহত হন পিনিসা। তার ভাই এবং ভাইয়ের স্ত্রীও আহত হন।”
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পিনিসাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক
সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।