ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গ্রামের সংঘর্ষে একজন নিহত

উপজেলার
বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের দুই পক্ষের মধ্যে মঙ্গলবার বেলা ৩টার
দিকে এ সংঘর্ষ হয় বলে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান।

নিহত নায়েব
উল্লাহ (৪৫) শ্রীঘর গ্রামের মো. সানু মিয়ার ছেলে।

পুলিশ
কর্মকর্তা আনিছুর স্থানীয়দের বরাতে বলেন, দুপুরে আশুরাইল বিলে কৃষকরা ধান কেটে
নৌকায় করে স্থানীয় ঘাটে নেন। পরে সেই ধান ট্রাক্টরে তোলা নিয়ে চালক ও কৃষকদের
মধ্যে বাগবিতণ্ডা হয়। কৃষকরা ট্রাক্টরে বেশি ধান তুলতে চাইলে চালক রাজি হননি। পরে দেই
পক্ষের লোকেরা সংঘর্ষে জড়ায়।

এতে উভয়পক্ষে
অন্তত ২০ জন আহত হন জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নায়েব উল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি
পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।