ক্যাটাগরি

মৌলভীবাজারে বুনো শূকরের আক্রমণে চা শ্রমিক নিহত

মঙ্গলবার
বেলা ১১টার দিকে উপজেলার লাউয়াছড়া বন সংলগ্ন ফুলবাড়ি চা-বাগানের ৩ নম্বর সেকশনে শূকরটি
তাদের আক্রমণ করে বলে শ্রীমঙ্গলের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান।

নিহত চন্দন
বাউরী (৪৫) ওই বাগানে কাজ করতেন।

শ্যামল
কুমার স্থানীয় শ্রমিকদের বরাতে জানান, বাগানে কাজ করার সময় লাচ্ছান মাদ্রাজী (৫৫) নামে
এক শ্রমিকের ওপর আক্রমণ করে একটি বুনো শূরক। তাকে রক্ষা করতে এগিয়ে যান চন্দন বাউরী।
শূকরটি লাচ্ছানকে ছেড়ে চন্দনকে কামড়ায়। তার মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে কামড়ায়।
অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায়
চন্দন মারা যান।

বন বিভাগ
থেকে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা
হবে বলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান।
তিনি ব্যক্তিগতভাবে কিছু সহায়তা করেছেন বলেও জানান।