ক্যাটাগরি

অবন্তীর যেমন বহ্নিশিখা

অবন্তী,

যখন তুমি

হবে বড়

অনেক বড়,

খুলে দেখবে স্মৃতির খাতা

সেখানটায় থাকবে লেখা-

মৃত্যু আর মহামারী

ছিল আমাদের নিত্যসঙ্গী,

তবু আমরা

হাল ছাড়িনি

বাঁচার লড়াই

চালিয়ে গেছি।

কেউ বেঁচেছি

কেউ মরেছি,

তাই বলে তো

লড়াইটুকু

মিথ্যে হয়নি।

 

সেদিন আমরা থাকবো না কেউ

ভুবননদী পাড়ি দিয়ে

স্মৃতির খেয়া,

তোমাকে ঘিরে বয়ে যাবে

একটি কথার রূপালি ঢেউ-

‘বেঁচে থাকবে তদ্দিনই তুমি

যদ্দিন থাকবে-

তোমার শিখা, তোমার অগ্নি।’

 

মরতে মরতে

মানুষের বেঁচে থাকা

আগুনে পোড়া সোনার শিখা,

অবন্তীর যেমন বহ্নিশিখা।

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!