ক্যাটাগরি

আমিরাতের আল আইনে বঙ্গবন্ধু পরিষদের ইফতার

স্থানীয় সময় রোববার আল আইন সুপার রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ওই ইফতারের আগে একটি আলোচনা অনুষ্ঠান হয়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদ এর  সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক  মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ ইউনুছ মিয়া, বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী, মোহাম্মদ মনির হক টুটুল, শফিকুল আলম মানিক, মোহাম্মদ করিম, আল আইন আওয়ামী লীগের সভাপতি  কাসাউদ্দিন, আল আইন এর বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি এ আর  মাকসুদ, মোহাম্মদ আবু মনছুর, মোহাম্মদ সোলেয়মান মোহাম্মদ মনসুর আহমদ মোহাম্মদ শেখ আহম্মদ ও  মোহাম্মদ আরিফ।

এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন।

আরো বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মিলন, যুগ্ম সম্পাদক ফজলুল করিম হাজারি ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেকান্দর সান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!