ক্যাটাগরি

আরও ৪ বছরের জন্য বার্সায় আরাহো

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে কাতালান ক্লাবটি
জানায়, ২০২৫-২৬ মৌসুমের শেষ পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন আরাহো।

২৩ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ১০০ কোটি
ইউরো।

২০১৯ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে আরাহো ম্যাচ খেলেছেন
৭৮টি।

এই সময়ে দলকে ১৩ ম্যাচে জাল অক্ষত রাখতে সাহায্য
করেছেন। এখন পর্যন্ত তিনি গোল করেছেন ছয়টি, সবশেষ গোলটি গত মার্চে ক্লাসিকোয় রিয়াল
মাদ্রিদের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে।

চলতি মৌসুমে বার্সেলোনার আউটফিল্ড খেলোয়াড়দের
মধ্যে আরাহোর (৩৯ ম্যাচ) চেয়ে বেশি ম্যাচ খেলেছেন চার জন। তারা হলেন জর্দি আলবা (৪০),
গাভি (৪২), ফ্রেংকি ডি ইয়ং (৪৩) ও সের্হিও বুসকেতস (৪৭)।

লা লিগায় ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে
থাকা বার্সেলোনা নিজেদের পরবর্তী ম্যাচে আগামী সোমবার রিয়াল মায়োর্কার বিপক্ষে খেলবে।