মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে
একটি মাইক্রোবাসে বিস্ফোরণটি ঘটে বলে সিন্ধু পুলিশ প্রধানের বরাত দিয়ে জানিয়েছে ডন
অনলাইন।
ডন জানিয়েছে, সিন্ধু প্রদেশের
মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহকে এক টেলিফোন কলে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেন প্রাদেশিক
পুলিশের মহাপরিদর্শক মুস্তাক আহমেদ মেহের।
মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া
এক হ্যান্ডআউটে পুলিশ প্রধানের উদ্ধৃতি দিয়ে দুপুর প্রায় আড়াইটায় একটি গাড়িতে বিস্ফোরণটি
ঘটেছে বলে জানানো হয়েছে।
টেলিভিশন ফুটেজে একটি সাদা মাইক্রোবাসে
আগুন জ্বলতে ও এর অবশিষ্টাংশ থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে
আনা হয়।
বিস্ফোরণটি যখন ঘটে তখন মাইক্রোবাসটি
কমার্স বিভাগের পাশের কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে মোড় নিচ্ছিল, এমনটি মনে হয়ে বলে
ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
টেলিভিশনের ফুটেজে ঘটনাস্থলে
পুলিশ ও উদ্ধারকারী বিভাগের লোকজনের উপস্থিতি দেখা গেছে।
ইধি রেসকিউ সার্ভিস জানিয়েছে,
মাসকান চৌরঙ্গির কাছে একটি হাইএইস মাইক্রোবাসে ‘সিলিন্ডার বিস্ফোরণ’ ঘটেছে। তবে পুলিশ
বিস্ফোরণের ধরনটি নিশ্চিত করেনি।
এরইমধ্যে সিন্ধুর মুখ্যমন্ত্রী
শাহ কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট ও করাচির এসএসপিকে (পূর্ব) অবিলম্বে ঘটনাস্থলে
উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণে আহতদের ডাও বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি
করার এবং করাচির কমিশনারকে ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন তিনি।