ক্যাটাগরি

চোখের নিচে কালো দাগ, সমাধান কী

এই দাগ কেন হয় তা নিয়ে অনেক গবেষণাই চলছে। ভেরিওয়েলহেলথ ডটকম এর
কয়েকটি কারণ তুলে ধরেছে।

জিনগত কারণেও অনেকের চোখের নিচে কালচে দাগ হতে পারে। কারো কারো চোখের
নিচের অংশে চামড়ার ঠিক নিচেই শিরা দেখা যায়; তাতে ওই অংশ কালচে দেখাতে পারে।

সবসময় মানসিক চাপে থাকা এবং অতিরিক্ত ক্লান্তি থেকেও চোখের নিচে
কালচে ছোপ হতে পারে।

অ্যালার্জি থেকে বারবার চোখ চুলকালে চোখের নিচের চামড়ায় কালো দাগ
পড়তে পারে।

চোখের নিচের ত্বক এমনিতেই পাতলা ও নরম।

ধূমপানের কারণে এইঅংশের কোলাজেন দ্রুত ক্ষয় হয়ে ডার্ক সার্কেল দেখা
দিতে পারে।

বয়সের কারণেও কোলাজেন কমে এসে চোখের তলে কালচে দেখাতে পারে।

কিন্তু সমাধান কী?

যাদের ঘুম ও অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে
যেতে হবে। তবেই ডার্ক সার্কেল থেকে মুক্তি মিলতে পারে।

চাপ মুক্ত থাকতে ও মানসিক প্রশান্তি ধরে রাখতে ঘুম বেশ কার্যকর।

পর্যাপ্ত পরিমাণে ঘুমের সঙ্গে যথেষ্ট পানি পান করার অভ্যাস করতে
হবে ডার্ক সার্কেল সারাতে।

প্রখর রোদে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। সেই সঙ্গে
রোদচশমা ও ছাতা ব্যবহার করলে মুখ ও চোখের নিচের নরম ত্বক বাঁচবে।

চোখের চারপাশের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ফ্রিজে রাখা ঠাণ্ডা শশা
গোল আর সামান্য মোটা করে কেটে দুই চোখের উপর ১০ মিনিট বিছিয়ে রাখতে হবে। এরপর পানি
দিয়ে ধুয়ে নিতে হবে।

শশায় আছে ভিটামিক কে; যা ডার্ক সার্কেল কমায় এবং ত্বক টানটান রাখে।

কেউ কেউ আলু গোল করে কেটেও চোখেরউপর বিছিয়ে রাখেন।

ডার্ক সার্কেল নিরাময়ে লেজার ট্রিটমেন্টও নেওয়া যায়।

তবে লেজার ট্রিটমেন্ট নেওয়া ঠিক হবে কি না সে বিষয়ে নিশ্চিত হতে
অবশ্যই একজন ডার্মাটলজিস্টের শরণাপন্ন হতে হবে।