ক্যাটাগরি

ঢাকায় ছুরিকাঘাতে নারায়ণগঞ্জের বিএনপি নেতা মামুন আহত

সোমবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন
মিয়া জানিয়েছেন।

মামুনকে (৫৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ
মহিলা কলেজের অধ্যাপক মামুন গত বছর জেলা বিএনপির সদস্য সচিব হন।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“মামুন মাহমুদ কস্তুরী রেস্টুরেন্টের সামনে রাস্তায়
হেঁটে যাওয়ার সময় একজন তাকে ছুরি মারে। এসময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া
হয়।”

মামুনের শরীরের ছুরিকাঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত
বলে চিকিৎসককে উদ্ধৃত করে জানিয়েছেন ওসি।

ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি বলেন, “যে যুবক ছুরি মারে তার
নাম জুয়েল। জনতা ঘটনার পর তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।”

এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি রাজনৈতিক কারণে হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে
বলে জানান ওসি সালাউদ্দিন।