ক্যাটাগরি

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে কোপাল বখাটেরা

উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পূর্ব
মহল্লা গ্রামে গত ১৭ এপ্রিল ভোররাতে এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি সোমবার জানাজানি হয়।

গুরুতর অবস্থায় স্বপ্না আক্তারকে (১৯) সিলেট
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের দিনমজুর বিল্লাল
মিয়ার মেয়ে।

মেয়েটির বাবা সুমনসহ ছয়জনের নামে মামলা করেছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,
এক সপ্তাহ আগে ওই তরুণী সেহেরি খাওয়ার জন্য ভোরে ঘুম থেকে ওঠেন। তারপর হাত-মুখ ধোয়ার
জন্য ঘরের বাইরে টিউবওয়েলের কাছে গেলে কয়েকজন বখাটে তাকে জাপটে ধরে।

এক পর্যায়ে ধারালো ছুরি নিয়ে ওই বখাটেরা
স্বপ্নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তার হাতের কব্জি, বুকসহ শরীরের বিভিন্ন
জায়গায় গুরুতর জখম হয়। তরুণীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে
যায়।

স্বপ্নাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে
ভর্তি করা হলেও আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে স্থানান্তর করেন।

মামলার আসামিদের ধরতে চেষ্টা চলছে বলে জানান
ওসি।