ক্যাটাগরি

বিষ্টি এলো বৈশাখে

বিষ্টি এলো বৈশাখে

 

বিষ্টি
এলো বৈশাখে

এই শাখে
আর ঐ শাখে

এমনকি
গাছতলাতে

শুকিয়ে
যাওয়া জলাতে।

 

বিষ্টি
এলো অঙ্গনে

জুঁই
চামিলি রঙ্গনে

বিষ্টিভেজা
সৌরভে

মনে খুশির
মৌ রবে।

 

বিষ্টি
এলো রাস্তাতে

তুই যদিবা
যাস তাতে

ভিজে
হবি কাকভেজা

দেখতে
তোকে লাগবে যা!

 

বিষ্টি
এলো অন্তরে

নাই তো
খুশির অন্ত রে!

 

বিষ্টি
এলো বস্তিতে

না ওরা
নেই স্বস্তিতে

চালা
ফুঁড়ে জল পড়ে

এ নয়
কোনো গল্প রে!

 

ওদের
কথা ভাবলে পর

মন বেদনায়
হয় নিথর

চোখের
জল আর বিষ্টিজল

নোনা,
তা নয় মিষ্টি জল।

 

 

ভিজে বেড়াল কানা
বগা

 

ভিজে বেড়াল ভালোবাসে

ভাজা মাছ

কানাবগা ভালোবাসে

তাজা মাছ।

 

বৃষ্টি এলে তুমি যদি ভেজা কাক

মা এগিয়ে দেবে ঠিকই তোয়ালে,

বাবা বলবে ভেজা থাক!

 

আসুক জ্বর বুঝুক ঠেলা।

বাবা তুমি কোথায় গেলা?

 

ডাকতে গেছে চিকিৎসক

চিকিৎসক নয় কানা বক

 

এমনকি নয় ভেজা কাক

কাকটা তবে ভেজাই থাক

ওরও বাঁধুক সর্দিকাশি

বা তীর্থে যাক গয়া কাশী

অথবা যাক বৃন্দাবন

যেখানে ওর টানে মন।

বৃন্দাবনে গাছগাছালি

শেষ হবে না তার পাঁচালি।

 

আমার হয়নি জ্বর বা কাশি

ভেজা পিঠা ভালোবাসি।

আসলো যখন চিকিৎসক

আমায় দেখে পেলো শক।

 

শক খাওয়া খুব ইজি তো

পেলো আবার ভিজিটও।

তাতে আবার খুশিও

তাই তাকে না দূষিয়ো।

খুশি ভেজা বেড়ালও

সুয়োগ পেয়ে এড়ালো

হায় রে বেড়াল ভেজা মন

 

কিন্তু তখন ভেজা কাক

না না কাকের কথা থাক।

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!