ক্যাটাগরি

মাস্কের অধীনে কোম্পানির ভবিষ্যৎ খারাপ: কর্মীদের সতর্ক বার্তা টুইটার সিইওর

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার মালিক ইলন মাস্কের ক্রয় প্রস্তাবে সোমবার টুইটারের পরিচালনা পর্ষদ সম্মতি জানানোর পর আগরাওয়ালের এই বক্তব্য আসে।

রয়টার্স জানায়, কোম্পানিজুড়ে আয়োজিত একটি টাউন হল সভায় টুইটারের সিইও কর্মীদের উদ্দেশে এই সতর্ক বাণী দেন- যা উপস্থিত রয়টার্সের সাংবাদিক শুনেছেন।

সোমবার ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪ কোটি ডলার খরচ করে টুইটারের মালিক বনে যাওয়া মাস্ক এই কোম্পানিকে ব্যক্তি মালিকানায় পরিচালনার ঘোষণা দিয়ে আসছেন।

টুইটারের কর্মীদের সঙ্গে পরে কোনো এক সময় প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন মাস্ক, কোম্পানির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

রয়টার্স জানায়, কোম্পানি নিয়ে মাস্কের পরিকল্পনা, ছাঁটাইয়ের আশঙ্কা ও বিক্রির চুক্তি প্রসঙ্গে পরিচালনা পর্ষদের যুক্তি নিয়ে আগরাওয়াল কর্মীদের প্রশ্ন শোনেন, তিনি অনেক প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন যে এসব প্রশ্ন মাস্কের কাছেই করা উচিত।

মাস্ক জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন টুইটার বাক স্বাধীনতার একটি প্ল্যাটফরম হয়ে উঠবে। সোমবার কর্মীরা আগরাওয়ালের কাছে জানতে চান, মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যাকে টুইটার থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, তাকে আবার টুইটারে ফেরার সুযোগ দেওয়া হবে কিনা।

আগরাওয়াল বলেন, “চুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা জানি না প্ল্যাটফরমটি কোন দিকে এগুবে। আমি বিশ্বাস করি, যখন ইলনের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হবে, তাকে এই প্রশ্নটি করা উচিত আমাদের।”

ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই বলেও কর্মীদের আশ্বস্ত করেছেন টুইটার সিইও।

টুইটার পরিচালনা পর্ষদের সভাপতি ব্রেট টেইলর কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে ‘অপারেটিং কনটিনিউইটি’ বা ‘পরিচালনার ধারাবাহিকতা’ রক্ষা করার বিষয়টি অধিগ্রহণ চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় অগ্রাধিকার পাবে।

টেইলর বলেন, “আমি মনে করি আমরা খুবই স্বস্তি অনুভব করছি যে (চুক্তিটি) এই দলকে কোম্পানির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার সক্ষমতা দিয়েছে, অধিগ্রহণ চুক্তি সইয়ের শুরু থেকে লেনদেন শেষ না হওয়া পর্যন্ত।”

আরও পড়ুন

৪৪ বিলিয়ন ডলারে টুইটার হয়ে যাচ্ছে মাস্কের
 

টুইটারের জন্য মাস্কের ৪৬.৫ বিলিয়নের উৎস কী?
 

টুইটারে ‘প্রয়োজনে’ গাঁটের পয়সা খরচেও রাজি মাস্ক
 

একের পর এক টুইট ডরসির, টার্গেট টুইটার বোর্ড
 

মাস্ককে ঠেকাতে ‘বিষের বড়ি’ গিলছে টুইটার
 

টুইটার কেনার প্রস্তাব নিয়ে নিজেও সন্দিহান মাস্ক
 

মাস্কের সঙ্গে আলোচনায় বসেছিল ‘আগ্রহী’ টুইটার
 

সোয়া চার হাজার কোটি ডলারে টুইটার বগলদাবার প্রস্তাব মাস্কের
 

টুইটারে এবার মাস্কের চাওয়া ‘কোমল ভালোবাসা’
 

মাস্কের প্রস্তাবের ‘গ্রহণ করতে যাচ্ছে’ টুইটার