মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানার দেওয়ানহাট ফ্লাইওভারে এ হতাহাতের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত হাবিবুর রহমান (২১) নগরীর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ডবলমুরিং ঝর্ণাপাড়ার আব্দুর রশিদের ছেলে।
আহত যুবকের নাম জসীম উদ্দিন (৩২)। হতাহত দুজনই মোটর সাইকেল আরোহী ছিলেন।
ডবলমুরিং থানার এসআই মাহবুব রব্বানী অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহা বোঝায় লরি ও মোটর সাইকেল দুইটি ফ্লাইওভার থেকে নিচে নামছিল। ডবলমুরিং থানার সামনে মোটর সাইকেলটি লরির পেছনে গিয়ে ধাক্কা দিলে হাবিবুর ও জসীম আহত হন।
হাবিবুর মোটর সাইকেলটি চালাচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, “লরির সাথে ধাক্কা লেগে দুই জনই মোটর সাইকেল থেকে পড়ে যায়। আহত অবস্থায় হাবিবুর ও জসীমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।”
আহত জসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর চালক লোহা বোঝায় লরি ফেলে পালিয়ে গেছে বলে জানান এসআই মাহবুব।