ক্যাটাগরি

সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে: আমীর খসরু

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে
মহানগর বিএনপির ইফতার অনুষ্ঠানে একথা বলেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।

আমীর খসরু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী
সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে।

‘‘আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের
সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়সালা হবে রাজপথে। এখন কীভাবে শেখ হাসিনার
পতন ঘটাব, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে।”

কাজীর দেউরি মোড়ের
ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত
হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই ইফতার অনুষ্ঠানে
আমন্ত্রিত হয়ে যোগ দেন ভারতের সহকারী হাই কমিশনার রাজিব রঞ্জন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস
চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমাদের
লক্ষ্য হতে হবে, আগামী বছর যেন আমরা ক্ষমতায় এসে ইফতার করতে পারি।

“এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয়
নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর আওয়ামী
লীগ কোন পথে পালাবে, সেই পথ খুঁজে পাবে না।।”

অনুষ্ঠানে বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয়
কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন
মজুমদার, হারুনুর রশিদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন।