ক্যাটাগরি

চট্টগ্রামে বাস উল্টে ফুটপাতে, পথচারীর মৃত্যু

বুধবার ভোরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের বায়েজিদ অংশের আরেফিন নগর গেইটে এ ঘটনা ঘটে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের মাস্টার কলোনীর বাসিন্দা।

ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুটপাতে উঠে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ সময় বাস যাত্রীদের মধ্যে কয়েকজন সামন্য আহত হলেও পথচারী মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।

চট্টগ্রাম নগরীর যানজট কমাতে দূরপাল্লার যানবাহনগুলোকে বায়েজিদ লিংক রোড ব্যবহারের পরামর্শ দিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ কারণে চট্টগ্রামের বাইরে থেকে আসা বিভিন্ন গাড়ি শহরের প্রধান সড়ক দিয়ে না এসে বিকল্প সড়ক হিসেবে লিংকরোডটি ব্যবহার করে।