ক্যাটাগরি

রঙ আর পানি মিশিয়ে জুস, নাম ‘ইমানদার’

মঙ্গলবার গভীর রাতে বাকলিয়া
থানার তক্তারপুল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুসও জব্দ করা
হয়েছে বলে বাকলিয়া থানার ওসি রাশেদুল হক জানান।

গ্রেপ্তার দুজন হলেন- জুস
কারখানার মালিক খোরশেদ আলম ওরফে জিসান (৩১) ও তার মামা জাহাঙ্গীর আলম (৫২)।

ওসি রাশেদুল হক বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তক্তারপুল এলাকার বিসমিল্লাহ কলোনি গলির কাছে শোয়েব মঞ্জিল
নামে একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে ভেজাল জুস কারখানাটি চালু করেন জিসান।

মাস ছয়েক আগে চালু করা ওই
কারখানায় ভেজাল জুস ও চকলেট তৈরির খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযানে যায় পুলিশ।

ওসি বলেন, ‘ইমানদার’ নাম
দিয়ে কারখানাটিতে ভেজাল জুস, চকলেট তৈরি করা হচ্ছিল। বিএসটিআইয়ের কোনো অনুমোদনও তাদের
ছিল না।

“রঙ, পানি ও ফ্লেভার দিয়ে
বানিয়ে প্যাকেটে ভরে বিভিন্ন ধরনের ভেজাল জুস ও চকলেট বিক্রি করে আসছিল তারা। আটকের
পর মালিক কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।”

কারখানাটি থেকে সাত হাজার
৯২০ প্যাকেট লিচি ড্রিংকস, এক হাজার ২০০টি আইস ললি, মিকশ্চার মেশিন, মোড়কে ভরার হিটারসহ
বিভিন্ন সরঞ্জাম এবং জুসের প্যাকেট ও স্টিকার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।