বুধবার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক)
সৈয়দ এ মু‘মেন এর পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য
জানানো হয়।
দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও বাণিজ্য-বান্ধব
রাজস্ব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতিত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টমস
হাউজসমূহে আমদানি-রপ্তানি
সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের আমদানি রপ্তানি বিশেষ করে পোশাক
রপ্তানি যাতে কোনোভাবে বিঘ্নিত
না হয় তার
জন্য আমরা প্রতিবছরই
ঈদের ছুটির সময়ও কাস্টমস
হাউজগুলো সীমিত পরিসরে খোলা রাখি।
“এমনকি ঈদের
দিনও যদি কোনও
রপ্তানি পণ্য থাকে
সেই পণ্যও বিশেষ ব্যবস্থায় রপ্তানির সুবিধা রাখা হয়েছে।”
সরকারি ক্যালেন্ডারে অনুযায়ী আগামী ২ থেকে ৪ মে
তিন দিন ঈদের ছুটি। তার আগে ১ মে শ্রমিক দিবসের ছুটি। এর আগে
২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদের ছুটি শুরু হচ্ছে ২৯ এপ্রিল।