ক্যাটাগরি

কুড়িগ্রামে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের ওপর
দিয়ে মঙ্গলবার মধ্যরাতে এই ঝড় বয়ে যায় বলে চররাজীবপুরের ইউএনও অমিত চক্রবর্তী জানান।

নিহত সুফিয়া বেগম (৪০) ওই গ্রামের
দুলাল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় গাছ
ভেঙে পড়ে সুফিয়া আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছানোর
আগেই তিনি মারা যান বলে চিকিৎসক জানান।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন
ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সাংবাদিকদের জানান
ইউএনও অমিত চক্রবর্তী।