উপজেলার
ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে গোবিন্দগঞ্জ
থানার ওসি ইজার উদ্দীন জানান।
নিহত
মোজাম্মেল হক মিশু (৩০) পাশের বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল
কাদেরের ছেলে।
ওসি
ইজার উদ্দীন জানান, মিশু প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে
বের হন। এরপর আর ফিরে আসেননি। পরদিন সকালে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর
দেয় এলাকাবাসী।
“ধারণা
করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতের কোনো একসময় যাত্রীবেশী ছিনতাইকারী দল তার ব্যাটারিচালিত
অটোরিকশা ভাড়া করে। সুযোগ বুঝে তারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা
নিয়ে পালিয়ে যায়।”
খুনি
শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।