ক্যাটাগরি

টেকনাফে বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ২

মঙ্গলবার রাতে উপজেলার শাহপরীর দ্বীপ
কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার
পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান। 

আটকরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের
শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকার তছলিমা আক্তার (২৪) ও একই ইউনিয়নের দক্ষিণ পাড়া
এলাকার মোহাম্মদ আলম (২৪)।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান
চালানো হয়। এ সময় কোনাপাড়ার মনির আহমদের বাড়ি থেকে এক লাখ ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা
উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারী পালিয়ে যায়।   

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।