ক্যাটাগরি

‘দৌড়’ নিয়ে আসছেন মোশাররফ করিম

নির্মাতা রায়হান খানের পরিচালনায় নির্মিত সিরিজটি ২ মে থেকে হইচইয়ে
দেখা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে তার বিপরীতে দেখা যাবে অভিনয়শিল্পী রোবেনা রেজা জুঁইকে; ব্যক্তিগত
জীবনের এ জুটি প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন।

সিরিজে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফ
করিমকে; তার প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে। কেউ ধারণা করতে পারেনি, এই অতীত
তাকে তাড়া করে তার গোছানো জীবনকে এলোমেলো করে দেবে।

২৬ এপ্রিল দৌড় সিরিজে ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

মোশাররফ করিম ছাড়াও এতে তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, ইরফান সাজ্জাদ,
তাসনুভা তিশা, স্বগত ও উজ্জ্বল মাহমুদ অভিনয় করেছেন।