বুধবার বেলা সোয়া ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তি এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি জানান, এনা পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল। আর দিগন্ত পরিবহনের একটি বাস হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে।