গ্রামীণ ফোন জানিয়েছে, ২০২২ সালের প্রথম
তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬ টাকা। আগের বছর একই সময়ে তাদের শেয়ার প্রতি মুনাফা
ছিল ৬ টাকা ৬০ পয়সা।
এ হিসাবে দেশের সবচেয়ে বড় এ মোবাইল অপারেটরের শেয়ার প্রতি
মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৬০ পয়সা বা ৯ দশমিক ১০ শতাংশ কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গ্রামীণ
ফোনের মুনাফার তথ্য প্রকাশ করা হয়েছে।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে
গ্রামীণফোনের শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১২ টাকা ৫২ পয়সা; যা আগের
বছর এ সময় ১১ টাকা ৯৭ পয়সা ছিল।
আর এই সময় গ্রামীণফোনের শেয়ারপ্রতি
সম্পদমূল্য হয়েছে ৪২ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ৪৫ টাকা ১৯ পয়সা।
মুনাফা কমার খবরে বুধবার গ্রামীণফোনের শেয়ারের দর কমেছে।
মঙ্গলবার জিপির
শেয়ার ৩২৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছিল। বুধবার
বেলা ১২টায় এ শেয়ার ৭ টাকা কমে ৩১৯ টাকা ৯০ পায়সায়
লেনদেন হচ্ছিল।
২০০৯ সালে তালিকাভুক্ত গ্রামীণফোনের ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার আছে
পুঁজিবাজারে। এর মধ্যে শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫ দশমিক শূন্য ২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের
হাতে আছে ২ দশমিক ৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার আছে।
গ্রামীণফোনের বর্তমান বজার মূলধন ৪৪ হাজার ১৪১ কোটি ৩১ লাখ টাকা।
কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০
কোটি ৩০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩ হাজার ১২১ কোটি ৯৮ লাখ টাকা