ক্যাটাগরি

রাশিয়া ও ইউক্রেইন থেকে ব্যবসা গুটালো ডিজেআই

ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম
কোনো শীর্ষ চীনা নির্মাতা রাশিয়া থেকে প্রস্থানের ঘোষণা দিলো। এর আগে ইউক্রেইনীয় কর্তৃপক্ষ
দাবি করে, রাশিয়ান সামরিক বাহিনী ডিজেআইয়ের ড্রোন ব্যবহার করছে।‎

‎মঙ্গলবার এক সংক্ষিপ্ত ‎‎বিবৃতিতে‎‎
শেনঝেন-ভিত্তিক‎‎ ‎‎কোম্পানিটি বলেছে, তারা “অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিষয় বিশ্লেষণ
করে শত্রুভাবাপন্ন রাশিয়া ও ইউক্রেইনে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত”
করছে।

‎ডিজেআই বরাবরই বলেছে, তাদের তৈরি ড্রোন
সামরিক ব্যবহারের জন্য নয় এবং নিজেদের ড্রোনের যে কোনও সামরিক ব্যবহারের বিরোধিতা করে‎‎।

‎অ্যাপল‎,‎‎ ‎‎ফোর্ড‎‎ এবং ‎‎আইবিএম‎‎সহ
‎বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো রাশিয়ার আক্রমণের ‎নিন্দা করে রাশিয়ায় তাদের কার্যক্রম
গুটিয়ে নিলেও ‎ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরু থেকেই চীনা প্রতিষ্ঠানগুলো এই যুদ্ধ বিষয়ে
নীরব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

ফেব্রুয়ারি মাসে দিদি রাশিয়ার বাজার
থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কয়েক দিন পরেেই ওই সিদ্ধান্ত পাল্টে ফেলে। চীনা রাইড-হেইলিং
প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনও কারণও দেখায়নি।‎

চীনা অপর উৎপাদক হুয়াওয়েও এই বিষয়ে
অবস্থান পরিষ্কার করে কোনো ঘোষণা না দেওয়ায় তদন্তের মুখোমুখি হয়েছে। মার্চ মাসেই এই
টেলিকম জায়ান্টের ইউকে সাবসিডিয়ারির দুই পরিচালক এই আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকার
করে পদত্যাগ করেছিলেন।‎

ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য জনপ্রিয়
এই ড্রোন নির্মাতা সম্প্রতি ইউক্রেইন সরকারের সমালোচনার মুখে পড়েছে। ইউক্রেইন প্রকাশ্যেই
ডিজেআইয়ের বিরুদ্ধে রাশিয়ান হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছে।‎

‎গত মাসে ইউক্রেইনের উপপ্রধান মন্ত্রী
এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী মাইখাইলো ফেদোরভ টুইটারে ডিজেআই প্রতিষ্ঠাতা এবং সিইও
ফ্র্যাঙ্ক ওয়াংকে উদ্দেশ্য করে একটি ‎‎খোলা চিঠি‎‎ পোস্ট করেন।‎

তিনি অভিযোগ তোলেন‎‎, রাশিয়ার সৈন্যরা
ক্ষেপণাস্ত্র হামলায় সহায়তা পেতে ডিজেআই পণ্য ব্যবহার করছে। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত
তিনি ডিজেআইকে  রাশিয়ায় ব্যবসা করা বন্ধ রাখারও
আহ্বান জানান।

‎সিএনএনকে দেওয়া এক লিখিত প্রতিক্রিয়ায়
ডিজেআই জানায়, কোনো ক্ষতিকর উদ্দেশ্যে তাদের পণ্যের ব্যবহার হয়ে থাকলে “ডিজেআই আন্তরিকভাবে
দুঃখিত”।‎

মার্চ মাসেই এই চীনা নির্মাতা একটি পূর্ববর্তী
‎‎বিবৃতির সূত্র ধরে ফের জানান দেয় যে,‎ প্রতিষ্ঠানটি কোনো সামরিক ব্যবহারের জন্য পণ্য
বাজারজাত বা বিক্রি করে না এবং দ্ব্যর্থহীনভাবে তাদের পণ্যে অস্ত্র সংযুক্তির বিরোধিতা
করে।‎