কুন্ডেরচর ইউনিয়নের আমির মল্লিক কান্দিতে বুধবার লাশটি পাওয়া যায় বলে জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান।
ওই বৃদ্ধার বয়স ৬৫ বছরের মতো হতে পারে বলে পুলিশের ভাষ্য।
স্থানীয়দের বরাতে এসআই নাজমুল বলেন, সকালে স্থানীয়রা নদীর পাড়ে বিকৃত অবস্থায় লাশটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
নাজমুল বলেন, মরদেহের কোমরের নিচের অংশ মাছ বা অন্য কিছু খেয়ে ফেলায় বিকৃত হয়েছে। লাশটি নদীতে ভেসে এসে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।