ক্যাটাগরি

সিরাজগঞ্জে মারধরে মায়ের মৃত্যু, ছেলে আটক

নিহত আঞ্জুয়ারা বেগম আঞ্জু (৫৭) শহরের ধানবান্ধি মহল্লার শাহ জামালের স্ত্রী।

বুধবার সকালে তিনি মারা যান বলে শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন জানান।

আঞ্জুয়ারার মৃত্যুর পর পুলিশ তাকে আটক করেছে।

পরিদর্শক জাকির হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যায় আরিফ তার মা-বাবাকে মারধর করেন। সে সময় আরিফ নিজেও আহত হন। স্থানীয়রা তার মা ও বাবাকে হাসপাতালে ভর্তি করান। বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।

ঘটনার পর আরিফ বাড়ি থেকে পালিয়ে যান জানিয়ে পরিদর্শক বলেন, বুধবার দুপুরে তাকে মতি সাহেবের ঘাট এলাকা থেকে আটক করা হয়। আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।