ক্যাটাগরি

হজে এবার ফ্লাইট ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

বুধবার সচিবালয়ের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের নিয়ে  এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর বিদেশিদের জন্য এবার হজের দুয়ার খুলছে। বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন নাগরিক হজে যাওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “গত দুই বছর আমরা হজ করতে পারিনি। এ বছর খুলেছে, আমরা আশার আলো দেখতে পাচ্ছি। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য আমরা বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে।”

৩১ মে প্রথম হজ ফ্লাইট শুরুর পরিকল্পনা ধরে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে যাতে সব কাজ সম্পন্ন করতে পারি, এ ব্যাপারে সবাই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিমন্ত্রী বলেন, মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মোট ৭৫টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে এবং যাত্রী প্রতি ভাড়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা।

বিমান প্রতিমন্ত্রী ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব, ধর্ম সচিব, বিমান বাংলাদেশ এয়ারঅইন্সের এমডি, হযরত শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালক, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, হাব সভাপতি, আটাব সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন বৈঠকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে ৩১ মে। ওই সময়টাকে টার্গেট করে কাজ চলছে। এ বছর যে হজযাত্রী যাবেন, তার অর্ধেক হিসেবে ৩১ হাজার যাত্রী পরিবহন করবে বিমান।” 

২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করেছিল সৌদি আরব। কিন্তু মহামারী ছড়িয়ে পড়ায় সেবার বিদেশ থেকে কারও আর হজে যাওয়ার সুযোগ হয়নি। পরের বছর একই পরিস্থিতি থাকে।

ওই দুই বছরে সৌদি আরবে থাকা ৬০ হাজার বিদেশিই কেবল কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে হজ করার সুযোগ পেয়েছেন।

সৌদি সরকার জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবেন। তবে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তাছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।


এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন
 

৬৫ বছরের বেশি বয়সীদের হজের সুযোগ নেই এবার: প্রতিমন্ত্রী
 

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল সোমবার এক সভায় জানান, কোভিডের ঝুঁকি এড়াতে সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, নিবন্ধন করা থাকলেও ৬৫ বছরের বেশি বয়সীরা চলতি বছরে হজের সুযোগ পাচ্ছেন না ।

তিনি বলেন, “ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।”

হজ ব্যবস্থাপনায় দুই কমিটি

এবারের হজ ব্যবস্থাপনার জন্য দুটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর মধ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধান এ কমিটির সদস্য সচিব।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও রয়েছেন ২৪ সদস্যের এই কমিটিতে।

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে এ কমিটির কাজ।

আর ৩১ সদস্য বিশিষ্ট হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সভাপতি এবং মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে।

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া, হজ প্যাকেজ অনুমোদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া, জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা, বিধি দ্বারা নির্ধারিত অন্য কাজগুলো এ কমিটি দেখবে।