ক্যাটাগরি

ইউক্রেইনের খেরসনে রুবল চালু করছে রাশিয়া

অঞ্চলটির সামরিক-বেসামরিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ একথা জানিয়েছে।

কিরিল স্ট্রেমাওসভ নামের এই কর্মকর্তা বলেছেন, ১ মে থেকে রুশ মুদ্রা চালুর পর আপাতত ইউক্রেইনীয় মুদ্রা হ্রিভনিয়াও চলবে। তবে ৪ মাসের মধ্যে খেরসনে পুরোপুরি রুশ মুদ্রার প্রচলন হবে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর এটিই হবে সেখানে রাশিয়ার রুবল চালুর প্রথম পদক্ষেপ। এর আগে গত মঙ্গলবার খেরসন পুরোপুরি রুশ সামরিক বাহিনীর দখলে চলে আসার ঘোষণা দিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়। যদিও গত মার্চের শুরুতেই খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবন দখলের দাবি করেছিল রুশ বাহিনী।

কৃষ্ণসাগর উপকূলবর্তী খেরসন অঞ্চলটি রাশিয়ার কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ শহর দিয়েই রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের সঙ্গে ইউক্রেইনের পূর্বের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর সংযোগ আছে। একারণে ইউক্রেইন যুদ্ধে শুরু থেকেই রুশ বাহিনীর লক্ষ্য ছিল, খেরসনের দখল নেওয়া।

মঙ্গলবার ইউক্রেইনের স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, খেরসন নগরীতে রাশিয়া তাদের নিজেদের মেয়র নিয়োগ দিয়েছে এবং সেখানকার আঞ্চলিক সদরদপ্তরগুলো দখলে নিয়েছে। এমনকী অঞ্চলটিতে রাশিয়ার টেলিভিশন ও বেতার সম্প্রচারও এরই মধ্যে শুরু হয়েছে।

রুশ সেনারা ইউক্রেইনে আগ্রাসন চালানো শুরু করার পর খেরসনই প্রথম বড় কোনও ইউক্রেইনীয় নগরী যেটি রাশিয়া দখল করেছে।