ক্যাটাগরি

ঈদে কনকর্ড এন্টারটেইনমেন্টের নানা আয়োজন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে
কনকর্ড এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ঈদ উপলক্ষে মনোরম আলোকসজ্জার পাশাপাশি ডিজে শো, গেইম
শোসহ বিশেষ আয়োজন করেছে তারা।

এছাড়া কম্বো প্যাকেজে
মূল্য ছাড় দেওয়া হয়েছে। ২০০০ টাকার প্যাকেজের খরচ কমিয়ে ১৫০০ টাকা এবং ১৫০০ টাকার প্যাকেজ
১২০০ টাকা করা হয়েছে।

ঢাকায় ফ্যান্টাসি কিংডম
কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং (গো কার্ট), রিসোর্ট
আটলান্টিস এই চারটি বিনোদন কেন্দ্র।

এছাড়া চট্রগ্রামে বিনোদন
কেন্দ্র ফয়’স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড কনকর্ড ও ফয়’স লেক রিসোর্ট- এই তিন বিনোদন কেন্দ্র
নিয়ে আছে ফয়’স লেক কমপ্লেক্স।

ফ্যান্টাসি কিংডমে
দর্শনার্থীদের রসনা বিলাসের জন্য রয়েছে তিন তারকা মানের রেস্তোরাঁ আশু ক্যাসল ও ওয়াটার
টাওয়ার ক্যাফে।

ওয়াটার কিংডমে রয়েছে
কৃত্রিমভাবে সাগরের ঢেউ তৈরি করা রাইড ওয়েভ পুল, স্লাইড ওয়ার্ল্ড, ফ্যামিলি পুল, টিউব
স্লাইড, লেজি রিভার, মাল্টি স্লাইড, ওয়াটার ফল, ডুম স্লাইড, লস্ট কিংডম, ড্যান্সিং
জোনসহ মজাদার সব রাইডস। দর্শনার্থীদের সুবিধার্থে এ পার্কে রয়েছে পুরুষ ও নারীদের জন্য
দুটি আলাদা চেইঞ্জ রুম ও লকারের ব্যবস্থা।

বিজ্ঞপ্তিতে জানানো
হয়, বাংলাদেশে প্রথমবারের মতো কনকর্ড এক্সট্রিম রেসিং নিয়ে এসেছে ‘বিশ্বমানের’ গো-কার্ট
রেসিং।

চট্টগ্রাম শহরের ভেতরেই
ফয়’স লেকের মনোরম প্রাকৃতিক পরিবেশে ৩৩৬ একর জমির ওপর গড়ে ওঠা কনকর্ডের বিনোদন কেন্দ্র
অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি-ওয়ার্ল্ড- এই দুটি ভাগে বিভক্ত।

উল্লেখযোগ্য রাইড গুলোর
মধ্যে আছে ফেইরিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার ও পাইরেট শিপ।

বাচ্চাদের জন্য আছে
বেবি কেরাওসাল, ট্রেন, দোলনা ইত্যাদি। আছে নৌভ্রমণের ব্যবস্থা।

সি ওয়ার্ল্ড কনকর্ডে
আছে সাগরের ঢেউয়ের মতো বিশাল আকারের কৃত্রিম ঢেউ খেলা করে ওয়েভ পুলে। ওয়েভ পুলের ঠিক
সামনের স্টেজে চলে ডিজে শো। ঢেউ আর ডি-জে মিউজিকের তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে
ওঠে দর্শনার্থীরা। টিউবে চড়ে ওয়েভ পুলের পানিতে ভেসে থাকতে মজা পান অনেকেই।