‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে জানিয়ে জেমস বলেন, কয়েকটা গান নিয়ে আগামীতে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে তাদের।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত গানের চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান জেমস।
এর মাঝে কয়েকটি সিনেমার গানে জেমসকে পাওয়া গেলেও নগরবাউলের সঙ্গে নিজের কথা ও সুরে এক যুগেও কোনো গানে দেখা যায়নি জেমসকে।
ফেরার কারণ হিসেবে তিনি জানালেন, গানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘আপ্রোচ’ ভালো লাগায় তিনি গানে ফিরছেন; এবার নিয়মিতও হবেন।
গানটির শিরোনাম এখনও জানানো হয়নি; ইতোমধ্যে মিউজিক ভিডিওর শুটিংয়েও অংশ নিয়েছেন জেমস।
ইউটিউব চ্যানেলটি জানিয়েছে, জেমসের সঙ্গে তাদের কয়েকটি গানের চুক্তি হয়েছে; প্রথম গানটি চাঁদ রাতে প্রকাশ হবে।
করোনাভাইরাস মহামারীর পর কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন তিনি।
১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে; সংগীত জীবনে যাত্রাও হয়েছে বন্দরনগরী থেকেই।
১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন তিনি। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়।
পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ গান পরিবেশন করেন জেমস; তার গাওয়া ‘ভিগি ভিগি’র গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিল।
একই বছর মোহিত সুরির পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা… মেট্টো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন জেমস।