বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানুয়ারি-মার্চ সময়ের মুনাফার এই তথ্য প্রকাশ করা হয় দুই কোম্পানির পক্ষ থেকে।
বিবিধ খাতে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপ ওই তিন মাসে শেয়ার প্রতি ৪ টাকা ৫১ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে যা ২ টাকা ৩৮ পয়সা ছিল।
সেই হিসাবে এ কোম্পানির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২ টাকা ১৪ পয়সা বা ৮৯ দশমিক ৫০ শতাংশ।
আর নয় মাসে তাদের তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময় তাদের শেয়ার প্রতি মুনাফা ছিল ৪ টাকা ৩০ পয়সা।
সেই হিসাবে নয় মাসে এই কোম্পানির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় বেড়েছে ২ টাকা ১৪ পয়সা বা ২০৬ দশমিক ৫১ শতাংশ।
অন্যদিকে ওষুধ খাতে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তৃতীয় প্রান্তিকে প্রতি শেয়ারে ২ টাকা ৪৭ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর একই সময়ে ৩ টাকা ২৮ পয়সা ছিল।
অর্থাৎ, এ কোম্পানির শেয়ার প্রতি মুনাফা কমেছে ৮১ পয়সা বা ২৪ দশমিক ৭০ শতাংশ।
তবে নয় মাসে তাদের তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় তা ৮ টাকা ২৩ পয়সা ছিল।
সেই হিসাবে নয় মাসে এ কোম্পানির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ১৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।