ক্যাটাগরি

বিরিয়ানিতে গরুর মাংস দিয়ে হিন্দু যুবককে পরিবেশন, চট্টগ্রামে দোকানকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

মনজুর আহম্মেদ (৪৫) নামে ওই রেস্তোরাঁকর্মীর
বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোক জেনেও প্রতারণা করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার অভিযোগে
বাকলিয়া থানায় মামলা হয়েছে।

বুধবার রাতে বাকলিয়া থানার নতুন চাক্তাই
এলাকার দুবাই রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস নামে ওই খাবার দোকানে গিয়েছিলেন চারজন
হিন্দু যুবক।

সেখানে তারা চিকেন বিরিয়ানি চাইলেও
তাদের বিরিয়ানিতে গরুর মাংস মিশিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ, যা ধর্মীয় কারণে তারা
খেতে অভ্যস্ত নন।

বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বী পরিচয় দিয়ে চিকেন
বিরিয়ানি দিতে বলেছিলেন। হোটেল বয় টেবিলে খাবার দেওয়ার পর তারা খেতে থাকেন। এক পর্যায়ে
তারা গরুর মাংসের ছোট টুকরো পেয়ে হোটেল ম্যানেজারকে জানান।

“যুবকদের অভিযোগ, এসময় হোটেল ম্যানেজার মনজুর ও আরও
তিন হোটেল বয় তাদের সাথে রূঢ় আচরণ করে এবং ‘গরুর মাংস দিলে কী সমস্যা’ বলে হুমকি দেয়।”

অভিযোগ পেয়ে পুলিশ ওই খাবার দোকানে
গিয়ে ব্যবস্থাপক মনজুরকে ধরে নিয়ে আসে।

ওসি বলেন, এ ঘটনায় হোটেল ব্যবস্থাপক
ও দুই হোটেল বয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে একটি মামলা করেছেন
খেতে যাওয়াদের এক জন।

“হিন্দু সম্প্রদায়ের লোক জেনেও প্রতারণা করে ধর্মীয়
অনুভুতিতে আঘাত করার অভিযোগে দণ্ডবিধির ৪২০, ২৯৫ (ক), ৩৪ ও ৫০৬ ধারায় মামলাটি গ্রহণ
করা হয়েছে।”