বৃহস্পতিবার রাজধানীর
শাহবাগ থানায় রাকিবুর রহমান ফাহিম এবং তাজুদ্দিন আহমেদ রাসেল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে
মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, রাকিবুর রহমান ফাহিম নামে একটি আইডি
থেকে ‘বাংলাদেশ টাইমস’ পেইজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়েছে। তাজুদ্দিন আহমেদ রাসেল নামে আরেকটি আইডি থেকে
‘আইনিউজবিডিডটকম’ পেইজের ভিডিও শেয়ার হয়।
এছাড়া ইলিয়াস হোসেন মিডিয়া নামে একটি
ফেইসবুক পেইজ থেকেও
ভিডিও সম্প্রচার করা হয়েছে।
মামলায় বলা হয়, নিউ মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ফেইসবুকে বিভিন্ন আইডি থেকে
‘উস্কানিমূলক’, ‘বিভ্রান্তিকর’ এবং ‘ভুল তথ্য’ ছড়ানো হয়।
মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট
এবং আশেপাশের মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের
সংঘর্ষ চলার সময় এসব ‘অপপ্রচার’ চালানো হয়।
“কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর
মিথ্যা বক্তব্য প্রচার করেছে। এগুলো মেয়র শেখ
ফজলে নূর তাপসকে
উদ্দেশ্য করে ছড়ানো
এবং তাতে নানা
ধরনের কমেন্ট করা হয়েছে।”
এতে মেয়র তাপস এবং তার
পরিবারের ‘সম্মানহানি’ হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।
ব্যারিস্টার মেজবাহুর
রহমান
বলেন, “এসব ভিডিও
এবং পোস্ট এবং ভিডিওগুলোয়
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানহানিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা,
ভিত্তিহীন বক্তব্য লিখে কমেন্ট
করেছে।
“এগুলো প্রচার করায় সামাজিক
শান্তি-শৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতিসহ মেয়র মহোদয়ের
পারিবারিক সামাজিক মান-সম্মান হানি হয়েছে।”
গত ১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের
মধ্যে কথা কাটাকাটির পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে
ডেকে আনে। তারা গিয়ে মারধরের শিকার হলে ছাত্রাবাসে ফিরে আরও শিক্ষার্থীদের নিয়ে সোমবার
মধ্যরাতে নিউ মার্কেটে হামলা চালাতে গেলে সংঘর্ষ বাঁধে।
ওই সংঘর্ষ চলে পরদিনও। দিনভর সংঘর্ষের সময় একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান
নাহিদকে কুপিয়ে জখম করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
একই দিনে সংঘর্ষের সময় দুপুরের দিকে নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে
আহত হন দোকান কর্মচারী মোরসালিন। দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে
তার মৃত্যু হয়।
সোশাল মিডিয়া ব্যবহার করে ওই ঘটনাকে ‘বিস্তৃত করার’ চেষ্টা হয়েছিল বলে
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের
অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার।
আরও পড়ুন:
নিউ মার্কেটে সংঘর্ষ: নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৬ ছাত্র শনাক্ত
নিউ মার্কেটে সংঘর্ষ: মোরসালিনের হত্যাকারী কে, ‘ক্লু পাচ্ছে না’ পুলিশ