ক্যাটাগরি

কক্সবাজারে আইস-ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ সীমান্তে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে এসব মাদক উদ্ধার করা হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

আটকরা হলেন- টেকনাফের মোচনি ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও জাদিমুরা ২৬ নম্বর ক্যাম্পের মো. ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম (৩৮)।

কর্নেল খালিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবি ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তারা নাফ নদীর জালিয়ারদ্বীপের পাশে কাঠের নৌকা নিয়ে এক ব্যক্তিকে এবং মিয়ানমার দিক থেকে সন্দেহজনক আরেক ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরে আসতে দেখেন।

পরে সাঁতরিয়ে আসা ব্যক্তিটি নৌকায় থাকা ব্যক্তিকে একটি বস্তা হস্তান্তর করেন। এ সময় বিজিবির সদস্যরা স্পিডবোট নিয়ে গিয়ে দুইজনকে ঘিরে ফেলে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক ও বস্তাটি জব্দ করা হয়।

বিজিবির এ কর্মকর্তার ভাষ্য, জব্দ করা ওই বস্তায় তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেন তারা।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানায় বিজিবি।