ক্যাটাগরি

কুমিল্লায় প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে চুরমার, বৃদ্ধ নিহত

বৃহস্পতিবার দুপুরে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি
বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান।

নিহত শাহ আলম (৭০)
চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছার এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের
যাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে
ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি মহাসড়কের
মনিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহ আলম নিহত হন।

বেলাল উদ্দীনিআরও জানান,
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, প্রাইভেটকারসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে
পাঠানো হয়েছে।