এতে ডিঙ্গাপোতাসহ কয়েকটি হাওরে পানি ঢুকছে।
স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার জালালের কুড় এলাকায় স্থায়ী বাঁধের একাংশ দিয়ে দিয়ে হাওরে পানি ঢুকতে দেখেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত বলেন, গত বছর প্রায় ৩৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে মোহনগঞ্জের চরহাইজদা এলাকায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের ৫ কিলোমিটার অংশে স্থায়ী বেড়িবাঁধ করা হয়। স্থায়ী বাঁধটি পানির চাপে ভাঙার কথা না। পানিও কমে গেছে। এই মুহুর্তে এঘটনাটিকে স্বাভাবিক মনে হচ্ছে না।”
বাঁধ কেটে যাওয়ার অভিযোগটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ এম মোবারক আলী জানান, হাওরে মাত্র ৫% ফসল কাটার বাকি রয়েছে। এর মধ্যে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের আড়াই’শ হেক্টর জমির ফসল কাটা বাকি রয়েছে।
এর আগে গত সোমবার রাতের আধাঁরে খালিয়াজুরী উপজেলার পেটনার হাওরের ফসল রক্ষা বাঁধের একটি অংশ জলমহালের ইজারাদারের লোকজন কেটে দেয়।
এনিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হাকিমসহ ১৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।