ক্যাটাগরি

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে আগুন

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, রেল স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন ধরে।

জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

“তবে ঘটনাস্থল থেকে পানি দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।”  

আগুনে ইসলাম মার্কেট, হাজী বই মার্কেট, স্টেশন রোড পূর্ব পাশসহ ডিবি রোডের অধিকাংশ দোকানপাট পুড়ে গেছে বলে তিনি জানান।