ক্যাটাগরি

পঞ্চগড়ে সয়াবিন তেলের সঙ্গে ‘অন্য সামগ্রী বিক্রি’, তদন্তের নির্দেশ আদালতের

পঞ্চগড়ের অতিরিক্ত মুখ্য বিচারিক
হাকিম মো. মতিউর রহমান বৃহস্পতিবার দুপুরে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল
ইসলাম জানান, আদেশে পঞ্চগড়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে
আগামী ৮ মে এর মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আশরাফুল বলেন, পঞ্চগড় সদর ও বোদাসহ
পাঁচটি উপজেলায় সয়াবিন তেলের সংকট, মূল্যবৃদ্ধি ও তেলের সঙ্গে অপ্রয়োজনীয় পণ্য কিনতে
বাধ্য করা নিয়ে কয়েকটি সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আদালতের
নজরেও আসে।

“আদেশে বলা হয় – নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে
বিক্রি দণ্ডনীয় অপরাধ। তাছাড়া তেলের সঙ্গে অপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য করার বিষয়টি
আরও উদ্বেগজনক।”

আশরাফুল জানান, ঈদুল ফিতরে উচ্চমূল্যে
তেল কিনতে বাধ্য করার বিষয়টি ‘জনভোগান্তিসহ সামাজিক অস্থিরতা তৈরির কৌশল’ কিনা তা জানতে
আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আদেশের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার
ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।